শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা ◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ২৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র মুন্না

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র আবদুর রহমান মুন্না (১৫) নিখোঁজ হওয়ার ২৬ দিনেও উদ্ধার হয়নি। এতে উদ্বগে-উৎকন্ঠা প্রকাশ করে সন্তানের সন্ধান চেয়েছেন মুন্নার মা ফাতেমা বেগমসহ পরিবারের সদস্যরা। 

গত জুলাই মাসের ১২ তারিখে নিজ বাড়ি থেকে আবদুর রহমান মুন্না নিখোঁজ হওয়ার পর ১৭ জলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন নিখোঁজ মুন্নার মা ফাতেমা বেগম।

আবদুর রহমান মুন্না সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের আবদুল হাই পাকিস্তানীর ছেলে এবং দক্ষণি খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ ছাত্র আবদুর রহমান মুন্নার মা ফাতেমা বেগম জানান, তাঁর ছেলে মুন্না গত জুলাই মাসের ১২ তারিখ সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে সকাল ১১টার দিকে তাকে বাড়িতে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। দীর্ঘ ৪ দিন খোঁজাখুজির পর কোথাও তাঁর সন্ধান না পেয়ে ১৭ জুলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।

তিনি বলেন, আজ ২৬দিন হয়ে গেছে, এখনো আমার সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। বার বার থানা ও সম্ভাব্য সকল জায়গায় ঘুরেও তার কোন সন্ধান পায়নি। সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানান এই মা। সন্ধান দিতে যোগাযোগ-০১৬২৫-০৫০৬৮২

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিখোঁজের সাধারণ ডায়েরী হয়েছে। একজন কর্মকতা নিখোঁজ ছাত্ররে সন্ধান পেতে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়