শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা ◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাঁশঝাড় থেকে যুবকের লাশ উদ্ধার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় নিখোঁজের দুইদিন পর কবরস্থান পাশে বাঁশঝাড় থেকে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ৷ উদ্ধার হওয়া লাশটি ঐ এলাকার ফারুক মুন্সি নামের এক যুবকের।

(৮ আগস্ট) শুক্রবার সকাল  পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মধ্যপাড়া জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে ফারুক মুন্সী (৩৫)৷ ফারুক মুন্সি গত বুধবার ৬ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন।  

তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ফারুক মুন্সি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার ৮ আগস্ট সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে ফারুক মুন্সির লাশ দেখতে পায় এলাকাবাসী।

পরে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পরিবারের লোক ফারুক মুন্সির লাশ সনাক্ত করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসআই জাহাঙ্গীর আলম মৃত ফারুক মুন্সির লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দাখিল করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া জানান, মৃত ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছে। শুক্রবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়