শিরোনাম
◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা ◈ গণমাধ্যমের স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-বেনাপোল মহাসড়ক দূর্ঘটনায় নিহত ১

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের  ঝিকরগাছায় শতবর্ষী গাছে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে পড়ে ইফতেখার আল মামুন তুষার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় শাহজদা (৩৭) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে ঝিকরগাছা উপজেলার নবীব নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর সদর উপজেলার রেলগেট তেঁতুলতলার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা একই উপজেলার রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিলো। নবীনগর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুরোনো গাছে ধাক্কা খেয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তুষার। গুরুতর আহত সাহাজাদাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

যশোরের ঝিকরগাছা ফায়ার সার্ভিসের সদস্য আবু সুফিয়ান জানান, ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর আর একজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, খাদে পড়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়