শিরোনাম
◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান ◈ জেলেই বসে গরু চোরাচালান সিন্ডিকেট চালাচ্ছেন ‘ডাকাত’ শাহীন ◈ আবারও কি এক হচ্ছেন শাকিব-বুবলী? রোমান্টিক মুডে ধারা দিলেন দুই তারকা ◈ বেনাপোল কাস্টমস হাউস থেকে সরানো হলো  দেড় শতাধিক এনজিও কর্মীদের ◈ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ◈ কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না : হাসনাত আবদুল্লাহ ◈ ছাত্রদলের ৯ দফা ঘোষণা: গণঅভ্যুত্থানের লক্ষ্যপূরণে অঙ্গীকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় একরাতে ৫ গরু ও ২ মহিষ চুরি, খামারিদের মধ্যে চরম আতঙ্ক

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতেই ৫টি গরু ও ২টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খামারিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার ২নং বারশত ইউনিয়নের গোবাদিয়া ১নং ওয়ার্ড এলাকায় এ চুরিরঘ ঘটে। ক্ষতিগ্রস্ত খামারিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে আসছেন। এলাকায় শতাধিক খামার রয়েছে, যেখানে কয়েক শত গরু-মহিষ রয়েছে।

খামারি মজিবুর রহমান জানান, রাত আনুমানিক ৩টার দিকে খামারের তালা কেটে ৪টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। একই সময়ে মনজুর আলমের খামার থেকে ১টি গরু যার মূল্য ১ লাখ টাকা ও মোহাম্মদ শফির খামার থেকে ২টি মহিষ যার মূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে বারশত ইউনিয়ন পরিষদের সদস্য এম এ কায়ুম বলেন, গভীর রাতে গরু-মহিষ চুরির বিষয়টি জানার পর খামারিদের থানায় অভিযোগ করতে বলেছি। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়