শিরোনাম
◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান ◈ জেলেই বসে গরু চোরাচালান সিন্ডিকেট চালাচ্ছেন ‘ডাকাত’ শাহীন ◈ আবারও কি এক হচ্ছেন শাকিব-বুবলী? রোমান্টিক মুডে ধারা দিলেন দুই তারকা ◈ বেনাপোল কাস্টমস হাউস থেকে সরানো হলো  দেড় শতাধিক এনজিও কর্মীদের ◈ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ◈ কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না : হাসনাত আবদুল্লাহ ◈ ছাত্রদলের ৯ দফা ঘোষণা: গণঅভ্যুত্থানের লক্ষ্যপূরণে অঙ্গীকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাশাপাশি খোঁড়া হচ্ছে দুই কবর: গাজীপুরে বাবার মৃত্যুর দুই ঘন্টার মাথায় ছেলের মৃত্যু 

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগষ্ট ) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবা-ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। 

বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুই কবর। মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো: রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ (শনিবার) সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এটা খুবই কষ্টের আর বেদনার। আমরা সবাই শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।

কাওরাইদ ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য মো: আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুই কবর খোঁড়া হচ্ছে। তাদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়