লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বেহাল কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে এক ব্যতিক্রমী মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল, ২৬ জুলাই, শনিবার, মধুপুর উপজেলাধীন ১নং কুড়ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বানিয়াবাড়ী আমতলী বাজার থেকে বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার বেহাল দশার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকার ব্যবসায়ী, নির্মাণ শ্রমিক প্রকৌশল ইউনিয়নের নেতা, কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুজিবুর রহমান, নির্মাণ শ্রমিক প্রকৌশল ইউনিয়নের নেতা আব্দুল হামিদ, কৃষক আব্দুল মজিদ, ছোরাব উদ্দিন, মোঃ জুলহাস উদ্দিন, ব্যবসায়ী আবু হানিফ, মোহতামিন মোঃ রুহুল আমিন এবং ব্যবসায়ী রফিকুল ইসলাম।
এলাকাবাসী জোর দাবি জানান, এই রাস্তাটি তাদের প্রধান কৃষি পণ্য যেমন আনারস, কলা, কচু, আদা, হলুদ, পেঁপে ইত্যাদি বাজারজাতকরণের একমাত্র মাধ্যম। রাস্তার বেহাল দশার কারণে উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং বাজারজাতকরণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, রাস্তাটির বেহাল দশার কারণে তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এবং জরুরি সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত ও খানাখন্দে ভরে যায়, যার ফলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহন তাদের এলাকায় প্রবেশ করতে পারে না। শুষ্ক মৌসুমে পুরো এলাকা ধুলাবালির চাদরে ঢেকে যায়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এছাড়াও, এই রাস্তা দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিশুদের চলাচলে নানা সমস্যা হচ্ছে। প্রায়শই বাচ্চারা পড়ে গিয়ে আহত হচ্ছে এবং তাদের বইপত্র ও জামাকাপড় নষ্ট হচ্ছে।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতীকী প্রতিবাদ হিসেবে কর্দমাক্ত রাস্তাটিতে ধানের চারা রোপণ করেন। তারা দ্রুত এই রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি এবং আশাবাদ ব্যক্ত করেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু হবে।