শিরোনাম
◈ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে: উমামা ফাতেমা ◈ বাংলা‌দেশ এবার সি‌রিজ খেল‌তে চায় নেপাল অথবা নেদারল্যান্ডসের সাথে ◈ নতুন মেরুকরণের পথে দেশের রাজনীতি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে দ‌ক্ষিণ  আফ্রিকাকে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ◈ ৯ সে‌প্টেম্বর এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর ◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দামকুড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমিরুল মোমিন (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৫ এর অভিযানে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আমিরুল মোমিনের সৎ ভাই মো. মিজানুর রহমান মিজুর (৫০) সঙ্গে পূর্ব বিরোধ ছিল। গত ২১ জুলাই ভিকটিমের দুটি হাঁস মিজানুরের জমির ধানের চারায় ক্ষতি করলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে ২৪ জুলাই বিকাল ৪টার দিকে মিজানুর ও রয়েলসহ ১০-১১ জন দেশীয় অস্ত্রসহ ভিকটিমের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে।

খবর পেয়ে আমিরুল ও তার ভাই বাড়িতে ফিরলে ১ নম্বর আসামী রয়েল ভিকটিমের ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ভিকটিম বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে ভাইসহ তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দামকুড়া থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৬ জুলাই সকাল সাড়ে ৬টায় পবা থানার কয়রা গ্রাম থেকে মামলার ৩ নম্বর আসামী মো. মেহেদী (২৪) ও ৫ নম্বর আসামী মোসা. পারভিন (৪০)-কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়