শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহতের অভিযোগ

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দু' বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন—মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন(২৮)। তবে বিজিবি সেলিমের আহতের তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে চোরাচালের উদ্দেশ্যে কয়েকজন শিংনগর সীমান্তের ৪/৫-১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সেরাজুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে কয়েকজন চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। পরে বিএসএফের সদস্য তাদেরকে ধাওয়া করে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোন আহতের তথ্য পায়নি।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২ থেকে ৩ জন চোরাকারবারীর একটি দল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। পরে ভারতের  দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্য তাদের ধাওয়া দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় সেলিম মিয়া নামে একজন আহত হয়। 

তিনি আরও জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোন গুলি ছোঁড়া হয়নি বলে জানায়।

অধিনায়ক আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। বিষয়টি তারা এড়িয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়