শিরোনাম
◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪ ◈ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল, প্রশ্ন করলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে একাধিক মামলার পলাতক আসামি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দেলোয়ার রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, চলতি বছরের ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ভিকটিম ও তার স্ত্রী নগরীর লক্ষীপুর মোড় থেকে অজ্ঞাত একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে গভীর রাতে (৩:৩০ মিনিটে) দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাদের গতি রোধ করে।

দুজন ছিনতাইকারী ধারালো হাসুয়া দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন (মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি এনআইডি কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার সময় এলাকা জনশূন্য থাকায় ভিকটিমরা চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি।

এ ঘটনায় ভিকটিম নিজেই বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে ছিনতাই মামলা দায়ের করেন। পরে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে দেলোয়ারকে শনাক্ত ও গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়