শিরোনাম
◈ বুধবার ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ভার‌তের ঘু‌রে দাঁড়া‌নোর টেস্ট, কেমন হবে ম্যাঞ্চেস্টারের পিচ? ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর ◈ উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ৫৪ জনকে নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে ◈ উত্তরায় বিমান দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ◈ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ বিধ্বস্ত বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌকির মারা গেছে: সিএমএইচ ◈ ইতালির পথে লিবিয়ায় বন্দি সাতক্ষীরার তিন যুবক: মুক্তিপণের দাবিতে দালালচক্রের নির্যাতন ◈ আই‌সি‌সি টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরের কাঠামো চালুর কথা ভাবছে ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: আহত এক স্কুলছাত্রের মৃত্যু ঢাকা মেডিকেলে, দগ্ধ অন্তত ২৭ ◈ বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায়  বিএনপির কর্মী সমাবেশ

আইরিন হক,বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  শার্শার ৯নং উলাশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকালে উলাশী  ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯নং  ইউনিয়ন বিএনপির সভাপতি   আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। 
সমাবেশে উপস্থিত ছিলেন,বিএনপির সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,শ্রম সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যশোর জেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ  বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়