শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১১:৪৮ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অটোরিকশাচালকের সততার অনন্য নজির: ১৫ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন মালিককে

হৃদয় হাসান, কুমিল্লা: কুমিল্লায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য উদাহরণ গড়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনিক মিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর দারোগাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন এই সৎ চালক। কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা অনিক মিয়া।

জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল সকালে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে অটোরিকশায় ওঠেন। গন্তব্যে পৌঁছে ভুলবশত ১৫ লাখ টাকা থাকা একটি ব্যাগ অটোরিকশায় ফেলে নামেন তিনি। পরে ফিরে এসে অটোচালক বা ব্যাগ—কিছুই আর খুঁজে পাননি।

এক ঘণ্টা পর, হতাশ হয়ে বাসায় ফেরার পথে তিনি দেখতে পান চালক অনিক মিয়া সেখানে এসে তাকে খুঁজছেন। উপস্থিত কয়েকজনের সামনে ব্যাগটি ফেরত দেন অনিক।

অনিক মিয়া জানান, “ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমে বাবাকে ফোন করি। বাবা বলেন, ‘যার জিনিস, তাকে খুঁজে দে, হারাম টাকা নিয়ে বাঁচা যায় না।’ এরপরই আমি এলাকা ঘুরে ব্যাগের মালিককে খুঁজে বের করি।”

ব্যাগ ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী মরণ শীল। তিনি বলেন, “অনিক যে কাজটি করেছে, তা একেবারেই বিরল। তার মতো সৎ মানুষের কারণেই সমাজে এখনো ভালোবাসা ও বিশ্বাস টিকে আছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।”

সততার এই দৃষ্টান্ত এখন কুমিল্লাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়