শিরোনাম
◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শ্রেষ্ঠ ওসি কালীগঞ্জের আলাউদ্দিন

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আলাউদ্দিন।

সোমবার (১৪ জুলাই) গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আলাউদ্দিনকে গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত নির্বাচিত হন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান এবং উপ-পরিদর্শক (এসআই) সুশান্তের হাতে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে পড়লে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া প্রসঙ্গে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারণে বারবার সাফল্য অর্জনে সক্ষম হয়েছি। 

তিনি আরো বলেন, পুলিশী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের কাছে পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়