শিরোনাম
◈ এবারে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা ◈ ঐকমত্য কমিশনের ব্যর্থতার দায় শুধু আমাদের নয়, সবার: ড. আলী রীয়াজ" ◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,থানায় মামলা দায়ের

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এক কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক ভাবে নির্যাতন করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতিত কিশোর উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের রসুল শাহাপুর গ্রামের মোঃ রায়হান এর ছেলে মাহিম হোসেন (১৫)।

শুক্রবার (১১ জুলাই)  ট্রাক্টর (হ্যারো) দিয়ে হালচাষ করা লোহার ফাল চুরির মিথ্যা অপবাদে কিশোর মাহিম হোসেন কে স্থানীয় গোরস্থান মোড় নামক স্থানে সড়কের পাশে আম গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে অমানুষিক ও পৈচাষিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অমানবিক নির্যাতনের শিকার কিশোর মাহিম নির্যাতনকারীদের হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। দেখা গেছে,  নির্যাতনের সময় সড়কের মোড়ে যানবাহন থামিয়ে চালক, যাত্রী, পথচারি ও স্থানীয়রা ভিড় করে দাঁড়িয়ে থেকে দর্শকের মতো নির্যাতন দেখেন। এসময় ওই কিশোরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি ।

‎স্থানীয়রা জানান, নির্যাতিত কিশোর মাহিম এ ধরনের কাজ কখনও করেনি। নির্যাতনকারীরা মিথ্যা চুরির অপবাদ দিয়ে যেভাবে হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে এটা জঘন্যতম অপরাধ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎নির্যাতনের শিকার কিশোর মাহিম জানায়, ট্রাক্টরের ফাল আমি চুরি করিনি। এব্যপারে আমি কিছুই জানিনা। তারা আমাকে জোরপূর্বক আটক করে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আম গাছে আমার হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে।

‎এ ব্যাপারে মাহিম এর পিতা রায়হান বাদী হয়ে একই গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে হেলাল (৩০), এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মৃত. সৈয়দ আলী’র ছেলে মুকুল (২৭),সোবহান আলী’র ছেলে মোস্তফিজুর রহমান এবং আফছারের ছেলে মাহাবুর রহমান (২০) এর বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা মামলা নং-০৯/১৯১ দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়