শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত ৬

অমর ডি কস্তা, নাটোর থেকে: নাটোরের বড়াইগ্রামে দীর্ঘদিনের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড়াইগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সদস্য সচিব নুহ ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুরাদ আলী ওরফে কালু হাজীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে, বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে এনসিপি নেতা নুহ ইসলামের বাড়ির সংলগ্ন দীর্ঘদিনের ব্যবহৃত কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সকালে তিনি নিজ উদ্যোগে রাস্তার উন্নয়নে ইটের খোয়া ও বালি ফেলে মেরামত কাজ শুরু করেন।

কাজ চলাকালে মুরাদ আলী ওরফে কালু হাজী রাস্তার জায়গাটি নিজের দাবি করে কাজে বাধা দেন। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা লাঠি ও হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহতরা হলেন—
কালু হাজী (৭০), তার ছেলে সেলিম ইসলাম (৪৫) ও পুত্রবধূ মিতা খাতুন (৩৫)।
অপরদিকে, আহত হয়েছেন রফিকুল ইসলাম ওরফে রাফি হাজী (৬০), তার দুই ছেলে শামীম ইসলাম (২৭) ও নুহ ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জমি নিয়ে রাফি হাজী ও প্রতিবেশী কালু হাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলা হয় এবং রাফি হাজীর পক্ষে রায় (ডিক্রি) দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, “উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়