শিরোনাম
◈ ঈদের আগেই বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট: গভর্নর ◈ রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ◈ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা ◈ একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি (ভিডিও) ◈ ড. ইউনূস পদত্যাগ করলে দেশ কোন সংকটে পড়বে? ◈ আইসিজেতে দায়ের ১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল ◈ রাজনীতিতে নতুন বাঁক, সংকট উত্তরণে দ্রুত রোডম্যাপে সমাধান দেখছে বিএনপি ◈ নির্বাচনের রোডম্যাপ জুনেই চায় জামায়াত: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের ◈ সন্ধ্যায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি ◈ সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০১:৫১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুমার নামাজের ফাঁকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, ধরা খেলেন তরুণ-তরুণী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় এক যুবক ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন কসবা উপজেলার সুমাইয়া আক্তার (২০) ও একই উপজেলার সাইফুল ইসলাম ওরফে শাহীন (২৪)। সুমাইয়া নিজেকে সাইফুলের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের থানা–হাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে ছিলেন। এই সুযোগে উপজেলার কলেজপাড়া এলাকায় সুমাইয়া পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। তখন গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে আটক করেন। স্থানীয় জনতা তাদের আখাউড়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, নামাজের সময় মসজিদে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী ও তরুণ বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁর স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দুজনকে হাতেনাতে আটক করে; কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনো পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন প্রথম আলোকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়