শিরোনাম
◈ ভারতের সঙ্গে ২১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো বাংলাদেশ ◈ লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও (ভিডিও) ◈ দেশের ১৮ কোটির ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও) ◈ বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাকিস্তান ম্যাচ!‌ বড় সিদ্ধান্ত নিতে যা‌চ্ছে আইসিসি ◈ কোরবানি বন্ধের নির্দেশনায় বিতর্ক: শাবাব বিন আহমেদের কলকাতায় নিয়োগ বাতিল, দেশে প্রত্যাবর্তনের নির্দেশ ◈ ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ◈ নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব নিয়ম (ভিডিও) ◈ জেলেনেস্কির পর এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে নাজেহাল করলেন ট্রাম্প! (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ একজন আটক

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধারসহ যোগেন্দ্র মল্লিক (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ মে ২০২৫ ইং, দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং ডিবির ওসি মাহবুবুর রহমান মোল্লা।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় যুগেন্দ্র মল্লিকের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের বাংলাদেশি জাল টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

তিনি বলেন, অভিযানে ২ লাখ ৭৭ হাজার ২০০ জাল টাকা, ৩ হাজার ৯০০ ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল, ২২টি কাগজের খাকি খাম উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার নোট ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি এবং ভারতীয় ৫০০ রুপির পাঁচটি, ২০০ রুপির সাতটি নোট পাওয়া যায়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার কারবারের সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন,‘যুগেন্দ্র দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছে। আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে জাল টাকাগুলো নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে ইতোপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

নোবেল চাকমা আরও বলেন, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে অতীতেও একাধিক জাল টাকা সংক্রান্ত মামলা রয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ  ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে। আমরা তার সহযোগীদের গ্রেপ্তারে কাজ করছি।

এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়