শিরোনাম
◈ সাফ শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌ে‌দে‌শের, ভার‌তের কা‌ছে টাইব্রেকারে হে‌রে গে‌লো ◈ ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ টক্কর দিলে বাঁচবে না’ ◈ যে ‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত হয় ◈ আইসিসি’তে জয় শাহ: ক্রিকেটে শক্তির ভারসাম্য নষ্ট করছে ভারত? ◈ সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালেন আইএসপিআর ◈ ‘ইউনিফর্ম পড়ে আসছি, আমি কাপুরুষ না’- চাকরিচ্যুত সেনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা (ভিডিও) ◈ মিছিলের সময় গুলিস্তানে আ.লীগের ১১ নেতাকর্মী আটক ◈ ভারত যাচ্ছেন জয়, শেখ হাসিনার সঙ্গে দেখা হবে? ◈ নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবেন না: গভর্নর ◈ ৮ মাসে তিতাসের ৩৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ১৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই, ভাবি গ্রেফতার

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় জমি বিরোধের জের ধরে ছোট ভাই  মো. ওসমানকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার বড় ভাই ও পরিবারের লোকজনের বিরুদ্ধে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছকিনা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রোববার ( ১৮মে) বিকাল সাড়ে ৩টার দিকে জমি বিরোধের জের ধরে ওসমানে নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা। এরআগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
 
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন যাবৎ জায়গা জমির বিরোধের জের ধরে তার স্বামী ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত রাত ২টার দিকে তার স্বামী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। কিছুক্ষন পর তার স্বামীর চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ির লোকজন ওসমানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সে মারা যায়। 
 
এ বিষয়ে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 
 
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের মৃত দেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী পারুল বেগম ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যা মামলায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী ছকিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।  বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়