ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সনত চক্র বর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত সুমাইয়া আক্তার বাইখির গ্রামের সিরাজুল মোল্লার স্ত্রী। শনিবার (১৭ মে) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার বাইখির গ্রাম এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাইখির গ্রামের সিরাজুল মোল্লা তার স্ত্রী সুমাইয়া আক্তার ও সন্তান নিয়ে মাওলানা কাজী কেরামত আলীর বাড়িতে ভাড়া থাকতো। ঘটনার সময় স্বামী সিরাজুল ইসলাম ও তার মেয়ে বাড়ির বাইরে ছিলেন। শনিবার রাত আনুমানিক ৯.১৫ সময় স্বামী সিরাজুল ইসলাম ও তার মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।
স্ত্রীকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পাওয়ায় পাশের জানালা দিয়ে দেখে তার স্ত্রীর সুমাইয়া গলায় ফাঁস নিয়ে আড়ার সাথে ঝুলে আছে। সে তখন চিৎকার ও চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে এবং তাদের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে ঢুকে সুমাইয়া আক্তার কে নামিয়ে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার কে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মহেশ অধিকারি বলেন, খবর পেয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।