চট্টগ্রামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন। স্বাভাবিক ডেলিভারিতে জন্ম হওয়া ছয় নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছে। শনিবার (১০ মে) দুপুরে নগরের বেসরকারি ‘ন্যাশনাল হাসপাতালে’ এই ঘটনা ঘটে। নবজাতকের মধ্যে পাঁচজন মেয়ে ও একজন ছেলে।
স্বাভাবিক প্রসবে একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের নবজাতক ইউনিট সূত্রে জানা যায়, ছয় নবজাতকের মধ্যে একজন ছাড়া অন্যদের ওজন তুলনামূলকভাবে কম হলেও সবাই ঝুঁকিমুক্ত। তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের গাইনি বিভাগের ডা. কারিশমা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘গত ৫ বছরে প্রতি মাসেই ন্যাশনাল হাসপাতালে আমার দেখা একসঙ্গে দুই থেকে তিনজন পর্যন্ত নবজাতক জন্মের ঘটনা ঘটেছে।
কিন্তু নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম। ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই মা হাসপাতালের লুলু ম্যাডামের (গাইনি বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানা লুলু) তত্ত্বাবধানে রয়েছেন। তার পর থেকে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরেছিলাম, তবে শেষমেশ স্বাভাবিকভাবে সফলতার সঙ্গে ডেলিভারি করাতে পেরে গর্বিত।
বাচ্চাগুলো কিছুটা অপরিপক্ব। ৩০ সপ্তাহের মধ্যে প্রসব হয়েছে।’
হাসপাতাল সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার একটি মধ্যবিত্ত পরিবারের এক নারী চিকিৎসকদের সহায়তায় ছয় সন্তানের জন্ম দেন। সাধারণত সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই একাধিক সন্তান প্রসব হয়ে থাকে। তবে চিকিৎসকদের পূর্বপ্রস্তুতি, দক্ষতা ও অভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবে এই ডেলিভারি সম্পন্ন হয়।