শিরোনাম
◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর পোষ্টের অভিযোগে ঝিনাইদহে  এম. এ. সাঈদ ওরফে গুরুজী জ্যোতিষ সাঈদ (৬৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিশেষ অভিযানে ঢাকার সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সোমবার বিকাল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, গত শনিবার (৩ মে) সাঈদ তার ফেসবুক আইডি থেকে ইসলাম বিদ্বেষী একটি পোষ্ট দেন। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

ক্ষুব্ধ মুসলিম জনতা পাগলাকানাই এলাকার তার রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন, কার্যালয়ে ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানার পুলিশ এবং পরবর্তীতে সিটিটিসি, ডিএমপি ঢাকার সহায়তায় পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে সাঈদকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ২৯৫(ক)/২৯৮/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১১, তারিখ-০৫/০৫/২০২৫)। পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো অপরাধে কঠোর অবস্থান নেবে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়