শিরোনাম
◈ দাম কমল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ◈ সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ফের ভিসা দেয়া শুরু করেছে আরব আমিরাত: রাষ্ট্রদূত ◈ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন ◈ চীনের চিকিৎসা ভিসা বাংলাদেশিরা পাবেন যেভাবে, জানাল দূতাবাস ◈ এখনই রোহিঙ্গাদের ফেরানো কেন সম্ভব নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি : মতিউর রহমান ◈ ম‌হিলার বয়স ৪১, খে‌লেন ভা‌লো, রেকর্ডও গ‌ড়ে‌ছেন ◈ ভারত-পাকিস্তানের মধ্যে হাজার কোটি ডলারের গোপন আঁতাত কারা টিকিয়ে রেখেছে ◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় যুবদল নেতার মৃত্যু  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল সাবেক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার গৌপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় স্থানীয়রা জানান,গত কয়েক বছর খুবই কষ্টের জীবন ছিল নজরুলের।ভালো বাড়িঘর ছিল না। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তবে সম্প্রতি বাড়ির পিলার বাঁকা হয়ে মাটি সরে যায়।

শনিবার সকাল থেকে নির্মাণাধীন বাড়ির বেঁকে যাওয়া পিলারের কাছ থেকে মাটি সরিয়ে কাজ করছিলেন নজরুল। একপর্যায়ে আশেপাশের মাটি ধসে পড়ে চাপা পড়েন তিনি। এসময় তিনি মারা যায। পরে কালীগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন ঘটনা স্থান গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়