শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন। মুদি দোকান থেকে চিনি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন হতভাগ্য প্রতিবন্ধি ওই মাদরাসা শিক্ষার্থী।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রীর মা কিশোরী মেয়েটিকে চিনি আনতে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মজিবুর রহমান ফিরোজের (৬০) মুদি দোকানে পাঠায় ৷ ওই সময় আশপাশে লোকজন না থাকায় দোকানি মোয়াজ্জিন ফিরোজ সুযোগ বুঝে কিশোরী মেয়েটিকে দোকানের দরজা আটকিয়ে জোরপূ্র্বক ধর্ষণ করে।

পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় মামলা দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের  সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়