শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম মারুফ পদত্যাগ করেছেন। তার স্বাক্ষরীত পদত্যাগ পত্রের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন। মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক/সদস্য সচিবের বরাবর লিখিত পদত্যাগ পত্রে বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নং পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি উক্ত পদ থেকে সম্পূর্ণ ভাবে সেচ্ছায় পদত্যাগ করছি। সাংগঠনিক ভাবে এ সংগঠনের সাথে আমার এ মুহুর্ত্ব থেকে আর কোন সম্পর্ক নেই। জুলাই গণঅভ্যুথানে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য কাজ করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সহ যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে মোজাহিদুল ইসলাম মারুফ বলেন, আমার ব্যক্তিগত কারনে আমি পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছি। আমি এখন সাধারণ জনগণের কাতারে দাঁড়াতে চাই। তবে ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাকে আবারও রাজপথে দাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি আবারও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়