শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন,তদন্ত কমিটি গঠন 

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সম্প্রতি চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ আগুন লাগে। আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ। 

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূইয়া সাংবাদিকদের জানান,  অগ্নিকান্ডে মুল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, অগ্নিকান্ডের স্থলে কয়েক হাজার টন স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। 

তিনি জানান, অগ্নিকান্ডের পর পরই ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম এবং নৌ বাহিনীর টিম আগুন নিয়ন্ত্রনে কাজ করে।  রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। 

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে কিভাব আগুনের সুত্রপাত এবং কি পরিমন ক্ষতি হয়েছে তা এখনি বলা সম্ভব নয়। এটি নিরুপনে কাজ চলছে।

এদিকে অগ্নিকান্ডের পর পরই কোম্পানির ব্যবস্থাপনা  পরিচালক (এমডি) মো. সেলিম ভূঁইয়া এবং প্রকল্প পরিচালক (পিডি) মো. তৌফিক ইসলাম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে আগুন লাগার ঘটনায় আরএনপিএল কর্তৃপক্ষ গতকাল রাত তিনটার সময় তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছে। বিদ্যুৎ প্লান্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল হালিমকে তদন্ত টিমের প্রধান করা হয়েছে। এ টিমে বিদ্যুৎ প্লান্টের নির্বাহী প্রকৌশলী মো. শওকত ওসমান ও উপ ব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। তাঁরা আগামী দুই কর্ম দিবসের মধ্যে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করে প্রতিবেদন জমা দিবেন বলে জানা গেছে।
সোমবার সকালে সরোজমিনে গিয়ে দেখা গেছে, এতে ক্ষয়ক্ষতির পরিমান তত বেশি হয়নি। কারণ আগুন লাগার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ প্লান্টের কনিষ্ঠ নির্বাহী মো. মহিউদ্দিন বলেন, সেনাবাহিনীর সদস্যরাসহ আরএনপিএল বিদ্যুৎ প্লান্টের নিজস্ব ফায়ার সার্ভিস দল, নিকটবর্তী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ফায়ার সার্ভিস দল এবং নৌবাহিনীর সদস্যদের সহায়তায় কলাপাড়া উপজেলা সদর থেকে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের দলটি আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। 

কমপক্ষে ২০ একর জায়গা নিয়ে বিদ্যুৎ প্লান্টের দক্ষিণ অংশে তৈরি করা স্ক্র্যাপ ইয়ার্ডটিতে রাখা প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের খালি বোতল, বিটুমিনের খালি ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশের টুকরা, বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্যের লোহার পাতের প্যাকেজিং আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। পোড়া জিনিসপত্রগুলো থেকে সোমবার সকালেও ধোয়া বের হতে দেখা গেছে।
হঠাৎ করে লাগা আগুনের লেলিহান শিখায় নিরাপত্তা রক্ষীদের ১৩-১৪টি ডিউটি বক্স পুড়ে ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের স্থলে অন্তত কয়েক হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কীভাবে আগুন লেগেছে তা কেউই স্পষ্ট করে বলতে পারেনি।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, 'স্ক্র্যাপ ইয়ার্ডে কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছেনা। তবে এতে মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতার উদ্দ্যেশ্য কি না তাও এই মুহূর্তে বলা যাচ্ছেনা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়