শিরোনাম
◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ ধরাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে কিশোর খুন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে চুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

নিহত মোকারিমের আপন চাচা মো. হারুন মিয়া জানান, গতকাল বিকালে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্ক-বিতর্ক হয়। সেই তর্কের জেরে সন্ধ্যার পরে তারা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুন মিয়া।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের বাড়িতে এসেছি। এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়