শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সভাপতির স্বাক্ষর জাল করে মাদরাসার লাখ টাকা উত্তোলন 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের একটি ইফতেদায়ি মাদরাসার ব্যাংক হিসাব থেকে কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে এক লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে মাদরাসা কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে। আতাউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় মাদরাসা কমিটির সভাপতি মোফাকখের আলম বাদি হয়ে গত রোববার (২০ এপ্রিল) আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার দমদমা ইফতেদায়ি মাদ্রাসার সান্তাহার কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় মাদরাসার সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ নামে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। যার হিসাব নং-০০১২১০০০০৬২২৩। মাদরাসার বর্তমান কমিটির সভাপতি মোফাকখের আলম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান। অভিযোগে বলা হয় কমিটির কোন সদস্যকে অবহিত না করে মাদরাসার সাধারন সম্পাদক আতাউর রহমান সভাপতির স্বাক্ষর জাল করে গোপনে উল্লেখিত হিসাব নম্বর থেকে গত ১২/১১/২০২৪ তারিখে ৫০ হাজার এবং গত ২৭/০৩/২০২৪ তারিখে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। সভাপতি মোফাকখের আলম বলেন, গত ১৩ এপ্রিল ব্যাংক থেকে ষ্টেটমেন্ট তুলে জানতে পারি সাধারণ সম্পাদক আমার স্বাক্ষর জাল করে এক লাখ টাকা তুলে আত্মসাত করেছেন। বিষয়টি গ্রামে জানাজানি হলে সাধারণ সম্পাদক আতাউর রহমান মাদরাসার হিসাবে ৫০ হাজার টাকা জমা দেন। মাদরাসার সভাপতির অভিযোগ সাধারণ সম্পাদক তার স্বাক্ষর জাল করে প্রতারনা ও জালিয়াতি করে মাদরাসার টাকা আত্মসাত করেছেন।

সান্তাহার কৃষি উন্নয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সাধারণ সম্পাদক নিজে উপস্থিত থেকে এক লাখ টাকা উত্তোলন করেছেন এবং পরে ৫০ হাজার টাকা পুনরায় ওই হিসাবে জমা দিয়েছেন। বিষয়টি ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। দমদমা ইফতেদায়ি মাদ্রাসার সাধারন সম্পাদক আতাউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরে ওই টাকা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে তিনি সভাপতির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছেন বলে দাবী করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান উভয়ের লিখিত অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়