শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজহারভুক্ত আসামীকে গ্রেফতারের পর ছেড়ে দিলো ওসি!

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো: মাইনুল ইসলামের বিরুদ্ধে ২৪ এর ছাত্র আন্দোলনে হামলা মামলার এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর মোটা অঙ্কের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ২১ এপ্রিল এমন ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গতবছর ৪ আগষ্ট আলেখারচর বিশ্বরোড দুর্গাপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চলাকালীন গুলি ও হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। ৪ সেপ্টেম্বর ২০২৪, ১২/৬৬১ নং মামলায় ৫৫ নম্বর এজহারভুক্ত আসামী কাউন্সিলর মো: জাহাঙ্গীর হোসেন বাবুল ওরফে মহুরী বাবলু (৫২)।

জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মহানগর ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা অর্ন্তবর্তীকালীন সরকার বিরোধী ঝটিকা মিছিল বের করে। অর্ন্তবর্তীসরকার ও প্রধান উপদেষ্টা ড.ইউনুস অবৈধ আখ্যা দিয়ে মিছিলে শ্লোগান দেয়। ঝটিকা মিছিলের ভিডিও তাৎক্ষনিক সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এতে বাবুলসহ ৯জনকে আটক করা হয়।

মিছিলে নেতৃত্বদানকারী কুমিল্লার ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সংরাইশ ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহুরী বাবুলের সম্পৃক্ততা পায় । কোতয়ালী থানা পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে নিয়ে আসলে তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও প্রাথমিক জিজ্ঞাসাবদ করে ছেড়ে দেয়া হয়।

অভিযোগ রযেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈনুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে রফাদফা করে তাকে ছেড়ে দেয়। এ বিষয়ে অভিযুক্ত কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, মহুরী বাবুল কে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। মামলার এজহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে কেনো ছেড়ে দেয়া হলো এমন প্রশ্নে ওসি ফোন কেটে দেন অভিযোগের বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তাঁর (ওসির) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে পুলিশ বিভাগ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়