শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ধান ক্ষেতে অটোরিকশা চালকের লাশ

প্রেরক তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে রাস্তার পাশে একটি ধান ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল সোমবার সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ (৪৫) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও ৪ সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো রবিবার সকালে তার গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। সোমবার সকালে শহরের তাতালপুর-ন্দিপাড়া বিএম রোডের পাশে একটি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়