শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ছদ্মবেশে ক্যারম খেলছিল র‍্যাব, অতঃপর যা ঘটলো

যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আইয়ুব হোসেন বাবু (৪০) অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারে ক্যারম খেলার সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আইয়ুব হোসেন বাবু চৌগাছা বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব জানায়, বাবু একটি দোকানে ক্যারম খেলছিলেন। ছদ্মবেশে থাকা র‌্যাব সদস্যদের একজন তার সঙ্গে খেলার ছলে অবস্থান নেন। পরে আরও সদস্য সেখানে উপস্থিত হয়ে বাবুকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এরপর তাকে চৌগাছা থানায় নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। পরে অবস্থার উন্নতি হলে তাকে থানায় ফিরিয়ে আনা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কম্পানি কমান্ডার রাসেল জানান, বাবুর গ্রেপ্তারে একাধিক দিন র‌্যাবের একটি দল মাঠে কাজ করে। অবশেষে সফলভাবে তাকে আটক করা হয়েছে। তিনি জানান, বাবুর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাবুকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরও ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়