শিরোনাম
◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বিনামূল্যের চাল বিক্রির চেষ্টা,  ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ

তপু সরকার হারুন : খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করছে যৌথ
বাহিনী। এ ঘটনায় ২০ এপ্রিল রবিবার দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতিআগলা গ্রামে অভিযান চালিয়ে
ওইসব চাল জব্দ করে যৌথবাহিনী। ওইসময় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের  কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বস্তায় ভর্তি বিনামূল্যে বিতরণের প্রায় ১ হাজার কেজি চাল বহনকারী দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তারা। পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে কয়েকজন যুবক। পরে সেখান থেকে ১ হাজার ৮৭০ কেজি চাল এবং সরকারি খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করা হয়।

ওই ঘটনায় রবিবার দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি
মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়া (৩৪)সহ
অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, হতদরিদ্র পরিবারের
জন্য বরাদ্দকৃত চাল সরকারি পাটের বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি
করার প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে যৌথবাহিনীর অভিযানে ওইসব চাল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় থানায়
একটি মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়