শিরোনাম
◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীর শরীরে দেয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, মানিকগঞ্জে কয়েক ঘণ্টা পরই মৃত্যু

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বিল্লাল নামের এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এর কয়েকঘণ্টা পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

নিহত মো. বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেরার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে তাদের ভুল রক্ত দেয়া হয়। রক্ত আনার পর ডাক্তারের অনুমতি লাগবে বলে জানায় নার্সরা। পরে ডাক্তার রক্ত দেখে শরীরে পুশ করার অনুমতি দেয়। এরপর নার্সরা রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে। এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে বাইরের একজন রোগীকে ভুল রক্ত দেয়া হচ্ছে বলে জানায়। এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ডাকাডাকি করলেও তারা চিকিৎসা দেয়নি। একপর্যায়ে তড়িঘড়ি করে তারা রক্তের ব্যাগ ও কাগজপত্র নিয়ে চলে যায়।

তারা আরও বলেন, পরে রাত আটটার দিকে আরেকজন ডাক্তার রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে। এরপর আমরা ঢাকায় নিয়ে যেতে না চাইলে তারা রোগীকে আর কোনও চিকিৎসা দেয়নি। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক আসার পর হাসপাতালের লোকজন রোগী নিয়ে দৌঁড়াদৌড়ি শুরু করে।

রোগীর স্বজনরা আরও জানান, হাসপাতালের তিন জায়গায় চেক করে রক্ত দেয়া হয়েছে। এক জায়গায় ভুল হলেও সব জায়গায় ভুল হওয়ার কথা না। হাসপাতালের কর্মরতদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। 

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার বিকেলে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও মেডিকেল অফিসার ডা. নূরজাহান দায়িত্বে ছিলেন। সে সময় রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। এরপর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চেষ্টা করেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

ডা. ইশতিয়াক আরও বলেন, রোগীর শরীরে খুব বেশি রক্ত যায়নি। তবে কাগজপত্র না দেখে রক্ত পুশ করা ঠিক হয়নি। এটি একটি মারাত্মক ভুল।

এদিকে রোগীর মৃত্যু সনদে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, মৃত্যু সনদে শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে। ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটি করা হয়েছে।

এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহানের সাথে যোগাযোগ করা যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

অপরদিকে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়