শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ,  ডাক্তারকে গণধোলাই

ভোলা প্রতিনিধি: ভোলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় মাকসুদুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে হাসপাতালের কর্মরত চিকিৎসক নাইমুল হাসানকে  স্বজন ও চিকিৎসা নিতে আসা রোগীরা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মাকসুদের পরিবার অভিযোগ করেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মাকসুদুর রহমান দুপুরে ভোলার সদর হাসপাতালে ভর্তি হয়। এ সময় কর্মরত আবাসিক ডাঃ নাইমুল হাসান তার চিকিৎসা প্রদান করে। এবং চিকিৎসা প্রদানের কিছুক্ষণ পরপর মারা যায় মাকসুদুর রহমান। এ খবর শুনে মাকসুদের স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসায় অবহেলা কারণে মাকসুদের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেন। পরে তারা ঐ চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে ভোলা মডেল থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে একজন রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার নাইমুল হাসান রোগী দেখতে বিলম্ব করায় রোগীর মৃত্যু ঘটে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে আসলে পরিবেশ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে ডাক্তারকে মারধর করে উত্তেজিত জনতা এবং রোগীর স্বজনরা। খবর পেয়ে ভোলা থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আমি নিজে আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসি।

এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা: মোঃ শেখ সুফিয়ান রুস্তম বলেন, ঘটনার পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখবো বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়