শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়কের ঢালাই মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, পিচ ও গ্রীণ ওয়েল মিক্সার মেশিনের প্লান্ট বিষ্ফোরণের ঘটনের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় তীব্র ধোয়ার কুন্ডলী সৃষ্টি হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে যায়। বিস্ফোরণে প্লান্টের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মিক্সারের কাজ চলমান অবস্থায় হঠাৎ করেই প্লান্টে বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণে আগুন ও ধোয়া চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশে থাকা দোকানে ব্যবসায়ীরা ছুটাছুটি শুরু করে। 

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দগ্ধ দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বাইপাস সড়কের ব্রাক্ষ্মনকান্দা এলাকায় একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে আসছিল। সেখানে পাথর, পিচ ও গ্রীন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করে থাকে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করেই মিক্সারের কাজের সময় প্লান্টে বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে কর্মরত শ্রমিক আলামিন (৩৫) ও মোকসেদ (৪০) আগুনে দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে এবং অপর আহত মোকসেদের বাড়ী একই উপজেলার বকুলনগর গ্রামে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ওই প্লান্টের রোলিং বা মিক্সার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রীণ ওয়েলে থাকায় আগুনে ধোয়ার তীব্রতা বেড়ে যায়। গ্রিন ওয়েলে দাহ্য বা তীব্রতা বেশি হয়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানকার মালামালও পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়