শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বাইপাসে ‌অগ্নিকান্ড সংঘঠিত 

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের বাইপাসে ‌অগ্নিকান্ড সংঘঠিত  হয়েছে। এঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১১ এপ্রিল)  দুপুর আনুমানিক ‌ ২:৩৫ মিনিটের দিকে  কোতোয়ালি থানাধীন ফরিদপুর বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পিছনে মেসার্স জাহিদ মটর্সের স্লপ প্লান্ট এর মেশিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারনে উক্ত অগ্নিকান্ত সংগঠিত হতে পারে।
‌এ সময় ‌ কেমিক্যাল, তৈলাক্ত ও দাহ্য  বস্তু থানার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এর ফলে ‌ মিক্সার মেশিনের  মোটর ব্লাস্ট হয়ে ২ জন  শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়।  আহত শ্রমিকেরা হচ্ছেন 
১।আলামিন (৩৫)
পিতাঃ জয়নাল মোল্লা, গ্রামঃ কাইলা ডাঙ্গা
থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।(২).মোঃ মোকসেদ (৪০),পিতাঃ হযরত আলী, গ্রাম বকুলনগর,থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।

আহতদের শরীরের অনেক অংশ আগুনে ঝলসে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ‌ সিভিল‌ ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের ‌ চেষ্টায আগুন নেভাতে সক্ষম হয়। আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশে থাকা আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপ, দোকান মালিক মো: জাহিদ শেখ এবং জাকির হোসেন মিন্টু এর ওয়ার্কসপের  দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে যায়।

আগুনে জাহিদ মটর্সের আনুমানিক প্রায় ১ কোটি টাকা, আয়েশা মটরস এর দোকানে আনুমানিক ১/১.৫ লক্ষ টাকার,এবং জাকির হোসেন মিন্টুর দোকানে আনুমানিক ১৫০০০টাকার ক্ষতি হয়। আহত ২ জন শ্রমিক ‌ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ  ইউনিটে ভর্তি আছে ‌ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা‌ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়