শিরোনাম
◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পেকুয়ার ৩ সিএনজি চোর জনতার হাতে আটক

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পেকুয়ার এলাকার ৩ সিএনজি অটোরিকসা চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার রামদাশ মুন্সিহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী।

স্থানীয় জনগন পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় চোরাই সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩জন চোরকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের হাতে তুলেদেন জনতা। আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ড্রাইভার মো.শাহাদত হোসেন (২৫), শাহদত হোসেন প্রকাশ ছৈয়দ (১৯) ও মো. একরাম প্রকাশ নাহিদ হোসেন (২১)। বুধবার গভীর রাতে কালপিুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। 

এ সময় চোরদের থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসাআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, সিএনজি চুরির সাথে জড়িত পেকুয়া এলাকার ৩জন চোরকে আটক করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য বাঁশখালীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়ন সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা চুরির ঘটনা সংগঠিত হলেও তাদের কোন হদিস পাওয়া যায় না। চুরিকৃত অধিকাংশ সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা বাঁশখালীর দক্ষিণ সীমান্ত এলাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাসহ টেকনাফ চকরিয়া এলাকায় নিয়ে গিয়ে বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের হলে চোরদের আটক করতে না পারায় চুরিকৃত মালামাল গুলো উদ্ধার করা সম্ভব হয় না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়