শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মামলার বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান, উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফা (৬০) এর উপর রবিবার সকালে  অতর্কিতভাবে ওই গ্রামের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এতে গোলাম মোস্তফা গুরুত্বর আহন হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম অভিযোগ করে বলেন,  আমার স্বামীর কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর   একই গ্রামের হান্নু মিয়া ও তার ছেলে রহমান মিয়া এবং হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় আজ সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার  ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ ওঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়