শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নে দেখেন বাবা বেঁচে আছেন, অতঃপর...

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বপ্ন দেখেন বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। পরে সন্তান রুবেল শেখ বাবার মরদেহ কবর থেকে তুলে আনেন।

উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোহরাব শেখ ৮/৯ মাস আগে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বপ্নে দেখে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে রুবেল একা একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করে এবং নিজ ঘরের বারান্দায় দাফন করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন লোকজন। এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন, সোহরাব শেখের ছেলে রুবেল শেখ একজন চোর, নেশাগ্রস্ত উদ্ভট প্রকৃতির একটা ছেলে। এলাকায় রুবেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কী কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করছে এ ব্যপারে কিছু বলতে পারব না।

তবে অভিযুক্ত রুবেল জানান, আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেওয়া হোক। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়