শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নে দেখেন বাবা বেঁচে আছেন, অতঃপর...

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বপ্ন দেখেন বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। পরে সন্তান রুবেল শেখ বাবার মরদেহ কবর থেকে তুলে আনেন।

উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোহরাব শেখ ৮/৯ মাস আগে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বপ্নে দেখে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে রুবেল একা একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করে এবং নিজ ঘরের বারান্দায় দাফন করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন লোকজন। এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন, সোহরাব শেখের ছেলে রুবেল শেখ একজন চোর, নেশাগ্রস্ত উদ্ভট প্রকৃতির একটা ছেলে। এলাকায় রুবেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কী কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করছে এ ব্যপারে কিছু বলতে পারব না।

তবে অভিযুক্ত রুবেল জানান, আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেওয়া হোক। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়