শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

রাজধানী ও চার জেলায় বুধ থেকে শনিবার ১৩ ঘণ্টা কারফিউ শিথিল

সালেহ্ বিপ্লব: [২.১] এই চারদিন ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

[২.২] অন্যান্য জেলায় কারফিউ শিথিলের বিষয়ে যথারীতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।

[২.৩] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান। 

[২.৪] দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,তথ্য প্রতিমন্ত্রী  মোহম্মদ আলী আরাফাত, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

[৩.১] বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই কারফিউ আরো শিথিল করা হয়েছে। 

[৩.২] তিনি বলেন, এখন শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেবেন, কবে নাগাদ প্রাথমিক থেকে শুরু করে বিশ^বিদ্যালয়ের ক্লাস চালু করবেন। আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, কবে নাগাদ তিনি ক্ষয়ক্ষতি সামাল দিয়ে ইন্টারনেট চালু করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী বিদেশি রাষ্ট্রগুলোকে সঠিক সংবাদ জানাবেন। আর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে যে অপপ্রচার হচ্ছে, তার বিপরীতে দেশে ও বিদেশে সঠিক সংবাদ প্রচারের দায়িত্ব পালন করবেন তথ্য প্রতিমন্ত্রী। 

[৪.১] কোটা বাতিল নিয়ে সরকারের ২০১৮ সালের সিদ্ধান্ত এবং বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারে চলে যাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর শিক্ষার্থীদের আর আন্দোলন করার কোনো কারণ ছিলো না। কিন্তু তারা আন্দোলন করেছে। আর তাদের আন্দোলনকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে একটি মহল সারাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছি। শিক্ষার্থীরা যখন আন্দোলন থেকে সরে গেলো, তখন সেকেন্ড সারিতে থাকা দুর্বৃত্তরা সামনে এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। 

[৪.২] মন্ত্রী বলেন, কোটার বিষয়ে উচ্চ আদালত সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। এখন শিক্ষার্থীদের আমরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ জানাই। 

[৫] প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকে বলছেন গণগ্রেপ্তার চলছে। কথাটা ঠিক নয়। আমরা গণগ্রেপ্তার করছি না। দেশে এমন কোনো জেলা নেই, যেখানে সহিংসতা হয়নি। এসব ঘটনায় জড়িতদেরই তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়