শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে হরিজনদের উচ্ছেদ বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ঢাকায় ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে ব্রিটিশ আমল থেকে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসন না করে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ করার প্রতিবাদসহ ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।

[৩] বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। 

[৪] প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কমিউনিস্ট পার্টির নেতা ইসরাইল সেন্টু, হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, হরিজন নারী নেত্রী মালতি রানীসহ অনেকে।

[৫] সমাবেশে বক্তারা, হরিজনদের হয়রানী, নির্যাতন বন্ধ, হরিজন সম্প্রদানের মানুষদের স্থায়ী আবাসনের ব্যবস্থা, ভূমিহীনদের পুনর্বাসন করাসহ চাকরী ও শিক্ষা কোটা বাস্তবায়নের দাবি জানান।

[৬] মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে চাঁপাইনবাবগগঞ্জের বিভিন্ন এলাকার বহু নারী পুরুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়