শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ২২

ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনালে চলছিল জুয়ার বোর্ড, দৈনিক লক্ষ লক্ষ টাকার খেলা হতো ওই স্থানে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

[৩] এসময় ২২ জন জুয়ারি আটক হলেও কৌশলে পালিয়ে যায় শ্রমিক নেতা আরিফ। জুয়া খেলার সরঞ্জাম ও দুটি মোটরসাইকেলসহ নগদ ১,৮৫,৩৭০ টাকা জব্দ করা হয়। 

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া থানাধীন শিরোইল স্টেশন পাড়া এলাকার মোঃ সেলিম রেজা (৩৮), ঘোড়ামারা রায়পাড়া এলাকার মোঃ হাবিবুর রহমান বিপ্লব (৪২), পাঠানপাড়া এলাকার মোঃ আলীউল আজিম(৪২), রানীনগর হাদীর মোড় এলাকার মোঃ সোহেল রানা (৩৫), সপুরা এলাকার মোঃ মেহেদী হাসান দীপু ( ৩৬), বর্ণালী আমবাগান এলাকার  মোঃ আঃ রশিদ (৪৩), শিরোইল মোল্লা মিল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৪৫), শিরোইল স্টেশনপাড়া এলাকার মোঃ সাগর শেখ (৪২), হোসনিগঞ্জ এলাকার মোঃ বেলাল হোসেন (৫২)। 

[৫] এছাড়া চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ ছামিউল ইসলাম জনি (৩২), আসাম কলোনি বউবাজার এলাকার মোঃ খোকন (৫০), শিরোইল কলোনি এলাকার মোঃ শাহীন আলী (৪৩), একই এলাকার মোঃ হাবিবুর রহামন (৫৮), ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিন (৪৫), হাজরাপুর ডাবতলা এলাকার মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮)। শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মোঃ সম্রাট (২৮)। নওগাঁ থানাধীন নাপিতপাড়া এলাকার শ্রী দীপক কুমার সরকার (৩৫), চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকার মোঃ মাসুদ রানা (৩৮), কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া চার খোটার মোড় এলাকার মোঃ হায়দার আলী (৬২), মধুসূদনপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম (৩৭), ও রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার মোঃ জিয়াউর রহমান(৩৪)। 

[৬] আজ বুধবার (১০জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে শিরোইল ঢাকা বাস টার্মিনালের গৌধুলি মার্কেটে জুয়া পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে নগদ টাকা, দুটি মোটরসাইকেল ও জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জন জুয়ারিকে আটক করা হয়।

[৭] এছাড়া গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানায়, জুয়া আসরের মুল হোতা আরিফ শেখ। তার তত্বাবধানে ঘটনাস্থলে তাহারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে এবং এর ধারাবাহিকতায় ঘটনার সময়ও জুয়া খেলছিল বলে স্বীকার করে। 

[৮] জুয়া বোর্ড মালিক আরিফ শেখকে পলাতক এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়