শিরোনাম
◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গ্যাসের দাবিতে বিক্ষোভে দীর্ঘ যানজট

আদনান হোসেন, ধামরাই: [২] ঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন, ঝাড়ু ও লাঠি নিয়ে মিছিল করছেন এলাকার পাঁচশতাধিক নারী-পুরুষ। এতে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে উভয়পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

[৩] সোমবার (৮ জুলাই) সকাল বেলা দুই ঘন্টা এলাকার বাসিন্দারা ধামরাই উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে করিম টেক্সটাইলের সামনে মানববন্ধন, ঝাড়ু ও লাঠি নিয়ে মিছিল করেন। এ সময় তারা ‘গ্যাস নাই গ্যাস চাই’ স্লোগান দিতে থাকেন।

[৪] জানা যায়, দীর্ঘদিন ধরে ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় ঠিকমতো রান্না করতে পারছেন হাজারো পরিবার। রান্না না করতে পেরে অনেককেই সকালে না খেয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। শুধু ঈদের সময় কলকারখানা বন্ধ থাকায় সাত-আট দিন গ্যাস পাওয়া যায়। তাছাড়া সারা বছর ভোগান্তির মধ্যেই কাটে।

[৫] অন্যদিকে গ্যাস না পেয়েও সঠিক সময়ে দিতে হচ্ছে গ্যাস বিল। ধামরাই তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বর্তমানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। আমাদের কিছু করার নেই। যদি গ্যাস সরবরাহ না থাকে তাহলে আমরা কীভাবে গ্যাস দেব। গ্যাসের চাপ নেই বললেই চলে। কালামপুর এলাকায় প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে। 

[৬] মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশ ও ধামরাই থানা পুলিশ মানববন্ধনে অংশগ্রহণকারী নারী ও পুরুষদের বুঝিয়ে রাস্তা অবরোধ অবস্থান থেকে সরিয়ে আনায় রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়