শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী ছদ্মনাম লিমা (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়ায় তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ।

উত্তরখান থানা-পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরখানের মুন্ডা এলাকা থেকে গত ১৬ এপ্রিল ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে গত শনিবার ভুক্তভোগী ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার আবদুল্লাহপুরে রেখে পালিয়ে যায় ইস্রাফিল।

খবর পেয়ে ভুক্তভোগীর বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরদিন গতকাল রোববার রাতে তার বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার পর দক্ষিণখানের চালাবন ভাই ভাই মার্কেটের জনৈক অ্যাডভোকেট শাহ আলমের ভাড়া বাসা থেকে সেদিন গভীর রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মহসিন উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ইস্রাফিলের ফেসবুকে পরিচয়। পরে ওই ছেলে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার সময় একটি সিএনজিতে করে অপহরণ করে। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে পাইনি। পরে গত শনিবার একটি অজ্ঞাত নম্বর থেকে আমার মেয়ে ফোন করে বলে—“আমি অসুস্থ অবস্থায় আবদুল্লাহপুরে আছি। আমাকে নিয়ে যাও। ” তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

এই বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘গত ১৬ এপ্রিল ১৪ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে আসামি ইস্রাফিলকে দক্ষিণখানের ভাই ভাই মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইস্রাফিল ভুক্তভোগী ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিল। পরে সে রাজি না হওয়া তাকে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগীর বাবা মামলার অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমানে ওই ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়