শিরোনাম
◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : ঢাকা জেলার উত্তরখান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির  উপকরণসহ একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭)।

শুক্রবার  দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় ।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে।

চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা ম্যাক্সওয়েলকে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে এমন হাজারো ম্যাক্সওয়েল উত্তরখান ও দক্ষিণ খানের অলিতে গলিতে রয়েছে। থানা পুলিশের আরও তৎপরতা কামনা করছেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়