শিরোনাম
◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়, ধসে পড়েছে একাংশ ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে লঞ্চে আগুনের গুজব, পুরোনো ভিডিওতে বিভ্রান্তি ছড়াচ্ছে

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়াচ্ছে আরেকটি খব ‘সদরঘাটে লঞ্চে আগুন’। ভিডিওসহ অনেকে দাবি করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার নাকি সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে। 
 
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি গুজব বলে জানানো হয়েছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। অনলাইনে প্রচারিত ভিডিওটি আসলে দুই বছর আগের একটি ঘটনার বলে নিশ্চিত করেছেন তিনি। 
 
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে সদরঘাটের লালকুঠি ঘাটে ময়ূর-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। তখন লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল, এবং ভেতরে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো প্রাণহানি ঘটেনি। 
 
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমানবন্দর ও অন্যান্য এলাকায় আগুনের ঘটনাগুলোর পর অনেকে পুরোনো ভিডিও বা ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট ও আশপাশের এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, কোথাও আগুনের ঘটনা ঘটেনি।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে—যাচাই-বাছাই ছাড়া পুরোনো ছবি বা ভিডিও প্রচার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়