দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়াচ্ছে আরেকটি খব ‘সদরঘাটে লঞ্চে আগুন’। ভিডিওসহ অনেকে দাবি করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার নাকি সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি গুজব বলে জানানো হয়েছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। অনলাইনে প্রচারিত ভিডিওটি আসলে দুই বছর আগের একটি ঘটনার বলে নিশ্চিত করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে সদরঘাটের লালকুঠি ঘাটে ময়ূর-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। তখন লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল, এবং ভেতরে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো প্রাণহানি ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমানবন্দর ও অন্যান্য এলাকায় আগুনের ঘটনাগুলোর পর অনেকে পুরোনো ভিডিও বা ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট ও আশপাশের এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, কোথাও আগুনের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে—যাচাই-বাছাই ছাড়া পুরোনো ছবি বা ভিডিও প্রচার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।