শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] কসবায় এম্ব্যুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে, তবে নিহত অপুর পরিচয় সনাক্ত করা যায়নি।

[৪] এঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। আহতরা হলো জেলার রামরাইল এলাকার সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।

[৫] প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লাগামী একটি এম্ব্যুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় কুটি- চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দূর্ঘটনার পর জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে অপু নামে একজন মারা যায়। 

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। অপরজন কুমিল্লা নেওয়ার পথে নিহত হয়। আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়