শিরোনাম
◈ দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ ◈ আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুনানি ◈ সংকট নেই তবুও চড়া দাম: পেঁয়াজের বাজারে ‘শেষ মুহূর্তের’ মুনাফা লুটছে অসাধু চক্র ◈ মহাকাশ জয়ের পথে বাংলাদেশ: দেশেই তৈরি হবে রকেট ও স্যাটেলাইট, বসছে নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র ◈ আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াল রুপা: বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড ◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১১ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাসুদ রানা’র সঙ্গে সোহেল রানাও পেরোলেন ৫০ বছর!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলা সাহিত্যে দুর্দান্ত এক চরিত্রের নাম মাসুদ রানা। এই চরিত্রকে নিয়ে বানানো প্রথম বাংলা চলচ্চিত্র ‘মাদুর রানা’ও বাজিমাত করেছিলো পর্দায়। পর্দার অভিযানে সেই সিনেমা ৫০ বছর পূর্ণ করেছে ২৪ মে (শনিবার)। এই ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ রানা। যিনি সোহেল রানা নামে পরিচিত। বলতে গেলে ‘মাসুদ রানা’ ছবিটির পাশাপাশি ৫০ পার করলেন অভিনেতা সোহেল রানাও।

[৩] ১৯৭৪ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। অভিনেতা, নির্মাতা সোহেল রানা এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও তার চলচ্চিত্রে  সম্পৃক্ততা ‘ওরা ১১ জন’ সিনেমার মাধ্যমে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের এই সিনেমার প্রযোজক ছিলেন তিনি।

[৪] নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং দেশব্যাপী ‘মাসুদ রানা’র বাজিমাত দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সকলের কাছে হয়ে উঠেন অসাধারণ। সেই অসাধারণ সোহেল রানার ৭৮তম জন্মদিন ছিল বুধবার (২১ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে সোহেল রানাকে নিয়ে নির্মিত হয়েছে ‘একজনই সোহেল রানা’ নামের অনুষ্ঠান। আবদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।  

[৫] ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারেও ৩০টির অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলো হলো- ওরা ১১ জন, মাসুদ রানা, গুনাহগার, জবাব, যাদুনগর, জীবন নৌকা, যুবরাজ, নাগ পূর্ণিমা, বিদ্রোহী, রক্তের বন্দী, লড়াকু, মাকড়শা, বজ্রমুষ্টি, ঘেরাও, চোখের পানি, ঘরের শত্রু, গৃহযুদ্ধ, মৃত্যুর সাথে পাঞ্জা, শত্রু সাবধান, খাইছি তোরে, ভালোবাসার মূল্য কত, অন্ধকারে চিতা, ভয়ংকর রাজা, ডালভাত, চারিদিকে অন্ধকার, রিটার্ন টিকিট ও মায়ের জন্য পাগল। গুণী এই নায়কের ছেলেও এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নির্মাণ করেন ‘অদৃশ্য শত্রু’ নামের চলচ্চিত্র।

[৬] লালু ভুলু (১৯৮৩), অজান্তে (১৯৯৬), সাহসী মানুষ চাই (২০০৩) তিনটি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সোহেল রানা। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়