শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কলকাতার সিনেমাপাড়া বিগত কদিন সরগরম কাঞ্চন মল্লিক আর পিংকি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদের খবরে। তার রেশ না কাটতেই সামনে এলো নতুন খবর। সব আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা কাঞ্চন। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। 

[৩] এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি। গণমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

[৪] বিয়ের অনুভূতি প্রকাশ করে শ্রীময়ী বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।’

[৫] তিনি আরও বলেন, ‘আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনো নির্ধারণ করা হয়নি। আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।’

[৬] একসঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘আপাতত এখন মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করব।’

[৭] কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলে আসছিল। তাদের সম্পর্কও ছিল প্রকাশিত। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ।

[৮] গত ১০ জানুয়ারি তাদের বিয়ের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আর তারপর বেশি সময় নেননি দুজন। শুরু করেছেন নতুন জীবন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়