সাজিয়া আক্তার: খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বিবাহিত জীবনের ১৩ বছর পার করেছেন। দীর্ঘ এ সময় স্ত্রী হিসেবে পাশে পেয়েছেন মডেল, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। খ্যাতিমান এ অভিনেত্রীর সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতা সম্প্রতি ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সূত্র: সময় টিভি
শনিবার (১৫ জুলাই) রাতে ফারুকী তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট করেন। ওই পোস্ট পড়ে জানা যায়, ব্যক্তিজীবনের পাশাপাশি সবক্ষেত্রেই ফারুকী কতটা ভরসা ও বিশ্বাস করেন তিশাকে।
জীবনের সময়ের বাঁকে কখন যে বিবাহিত জীবনের ১৩ বছর পার হয়ে গেছে, কখনও তা বুঝতেই পারেনি এ তারকা দম্পতি। এ সময়ের মাঝেই তারা জীবনে নানা সমস্যার মধ্যে দিয়ে গেছেন। তবে একজন অন্যজনের হাত ছেড়ে দেননি বরং আরও শক্ত করে হাত ধরে পাড়ি দিয়েছেন বন্ধুর পথ। সূত্র: ইত্তেফাক
ফারুকীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকেই নেটিজেনদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন এ তারকা দম্পতি। ফারুকীর ওই আবেগঘন পোস্টে ভক্তদের মন ছুঁয়ে গেছে। বিশেষ করে ফারুকীর স্ট্যাটাসে লেখা শেষ দুটি লাইন। কারণ শেষ দুটি লাইনে খ্যাতিমান এ পরিচালক প্রকৃতির এক কঠিন সত্যকে উপলব্ধি করেছেন মায়ার বাঁধনে আটকে পড়া আবেগ দিয়ে। সম্পাদনা: ইমরুল শাহেদ