শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি

শিমুল চৌধুরী ধ্রুব: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্ত। তাকে একবার ছুঁয়ে দেখতে চান সকলেই! কিন্তু লিওনেল মেসি যদি বাংলাদেশে আসেনও, চিত্রনায়িকা পরীমণি তার ভক্ত হওয়া সত্ত্বেও তাকে দেখতে যাবেন না। দেশের একটি বেসরকারি চ্যানেলের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি। সূত্র; চ্যানেল ২৪

ওই অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? উত্তরে পরী বলেন, ‘না, আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব।’

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘না আমি যাবো না। কারণ কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই।’ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হয়েছিল আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।’

অনুষ্ঠানে আরোও বেশকিছু প্রশ্নের উত্তরও দেন তিনি। নিজের পছন্দ অপছন্দ এবং সন্তানের ভবিষ্যত নিয়েও কথা বলেন এই নায়িকা।

সন্তান রাজ্য প্রসঙ্গে পরীমণি বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের সাপোর্ট থাকা উচিত। আর বলা উচিত যে, তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের গুণাবলী যেমন তুমি উদার হও, সত্যকথা বল। এই ধরণের জিনিসগুলো আমরা যেন শেখাতে পারি। ওর পড়াশুনার দিকটা, ও ঠিকঠাক কারো সঙ্গে মিশলো কিনা, তার সার্কেলটা ঠিক আছে কিনা। ও কি হবে সে দায়িত্ব আপনার নেয়ার দরকার নেই। এই দায়িত্বটা সেই নিয়ে নেবে সে কি হতে চায়।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়